কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন?
আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সমস্যা পড়ে থাকি। আবার অনেকেই ইন্টারনেট প্যাকেজ কিনে ইন্টারনেট চালান। সেক্ষেত্রে এম্বি শেষ হয়ে যায় এবং ভিডিও দেখা শেষ হয়না। তাহলে আজকের ভিডিও টি আপনার জন্য। কারণ আজকে এই পোস্টে খুব সুন্দর করে কয়েকটি নিয়ম দেখানো হয়েছে। কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন।

আজকের টপিক হলো কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন?
এবার প্রধান টপিকে আশা যাক,
১। savefrom .net
Image-1 |
Image-2 |
SS Method Apply
Image-3 |
২। YoutubeNow .co
Image-4 |
৩। y2mate.com
image-5 |
ধন্যবাদ
আমরা প্রতিনিয়ত ইউটিউব থেকে
ভিডিও দেখে আসছি। আর যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তবে মনটা চায়, ইসস ভিডিও টা যদি
মেমেরী তে রাখতে পারতাম সবসময় শুনতাম। আবার অনেকেই করে কি, ইউটিঊবের যে ডাউনলোড অপশন
টা আছে। সেখানে কিল্ক করে ডাউনলোড করে। আর ভিডিও টা অফলাইনে চলে আসে।
তবে এক্ষেত্র, আপনার ফোনটি
ধিরে কাজ করতে শুরু করে। তাছাড়াও আরো অনেক সমস্যার সম্মুখীন হয়। তবে বর্তমানে অনেক
সাইট আছে যারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য সেবা প্রোভাইড করে। হ্যা এ ক্ষেত্রেও
অনেকটা ভালো সুবিধা পাওয়া যায়, তবে সমস্যা হয় তখন যখন পাশে কেউ আছে আর খারাপ একটা এড
চলে আসলো। কিহ লজ্জা জনক একটা ব্যপার।
একসময় আমিও এইরকম পরিস্থিতির
মুখোমুখি হয়েছি এজন্যই বললাম। পুরোনো অভিজ্ঞতা আছে।
এটি একটি খুবই ভালো একটি
সাইট। সাইট টি দেখতে খুবই সাধারন এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে তা হলো সাইটে খুব
কম এড আসে। এখানে আপনি বিভিন্ন কোযালিটির ফরম্যাটের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর
ভিডিও ডাউনলোড করার জন্য আপনার যা লাগেবে তা হলো, ভিডিওর লিংক যেমন নিচের ছবির মত করে।
যে ভিডিও টি ডাউনলোড করবেন, সেই ভিডিওর নিচে দেখবে শেযার (share) নামে একটি বোতাম আছে
সেখানে ক্লিক করলেই ভিডিওর লিংক টি পেযে যাবেন। অথবা ব্রাউজারের উপরে লিংকটি কপে করে
( savefrom .net ) এই সাইট টি তে পেস্ট করে নিন অথবা ২ নাম্বার ছবি টি দেখতে পারেন।
উপরের ছবিটি তে খব সুন্দর
করে পয়েন্টিং করে দিয়েছে। প্রথমে লিংক টি ফাকা যায়গারয পেস্ট করবেন। তারপর ডাউনলোড
বোতামটি চাপুন। ৩ নাম্বার আপনার পছন্দের কোয়ালিটি নির্বাচন করুন এবং সব শেষে। ৪ নাম্বার
ডাউনলোড বোতাম টি তে চাপুন। প্রথমবার হয়তো, অন্য কোনো লিংকে চলে যেতে পারে। তবে ২য়
বারে হয়ে যাবে।
Ss mehthod এটিও একটি ডাউনলোড
করার সিস্টেম। এটি savefrom .net এর একটি ছোট নিয়ম। আপনি যদি উপরের ধাপ্ টি ফলো করতে
না পারেন। তারজন্য এই নিয়ম টা চেস্টা করতে পারেন।
প্রথমে youtube. Com এ যাবেন। তারপর, আপনি যে ভিডিও টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিও টি ওপেন করেন। এবার নিচের ছবিটি দেখুন।
দেখতেই পারছেন আমি শুধু মাত্র
দুইটি ss যোগ করেছি এবার ওকে করুন। আর দেখুন ম্যাজিক।
এটাও অনেক ভালো একটি সাইট।
যেখানে খুব সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এখানে মাঝে মাঝে এডস আসে,
তবে কেটে দিলেই চলে যাবে। এই সাইটের ভালো একটি সিস্টেম আছে তা হলো, ভিডিওর লিংক পেস্ট
করে (search) বোতামটি তে চাপ দিলেই আপনাকে দেখিয়ে দিবে। ভিডিওটির সাইজ কত বা কত মেগাবাইটস।
প্রথমে যেভাবে বললাম, সেভাবে
ইউটিউবের ভিডিওর লিংক কপি করে। (YoutubeNow. Co) এই সাইটে পেস্ট করে (search) বোতামে
চাপুন অথবা নিচের ছবি টি দেখতে পারেন__
উপরের ছবিটি দেখুন, কত সহজ
এখন ভিডিও ডাউনলোড করা। আর নাম্বারিং করা আছে কোনটির পর কোনটি করবেন। ৩ নাম্বার (mp4
360p) এর সাইটে যে এরো আইকন আছে সেখানে ক্লিক করলে বিভিন্ন প্রকার কোযালিটি দেখাবে।
সেখান থেকে আপনার পছন্দের কোযালিটি নির্বাচন করে। ৪ নাম্বার অর্থাৎ লাল রজ্ঞ এর
(Download) বোতামটি তে চাপুন।আর ডাউনলোড করে ফেলুন আপনার পছন্দের ভিডিও।
Y2mate.com এটি অনেক ভালো
একটি সাইট যেখানে অনেক সহজে আপনার পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবার ধাপ গুলো
অনুসরন করুন।
- ১। প্রথমে y2mate.com এ যাবেন।
- ২। এবার একটি ফাকা বক্সে লেখা থাকবে search or paste link here.. এই বক্সে লিংকি দিয়ে দিন।
- ৩। এবার search বোতামে চাপুন।
- ৪।আপনার পছন্দের রেজুলেসন নির্বাচন করুন।
- ৫। সবুজ download বোতামে চাপুন
কিছুক্ষনের মধ্যে ভিডিওটি
ডাউনলোড হতে শুরু করবে। অথবা নিচের ছবিটি দেখুন।
এবার আপনি অনাযাসে ইউটিউব
থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। কোনো সমস্যায় পড়লে কমেন্টে জানাতে পারেন অথবা
যোগাযোগ করতে পারেন। আমি চেস্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার জন্য। আর অবশ্যই পোসটি
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
0 মন্তব্যসমূহ