কিভাবে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হাইড
করব?
হাই বন্ধুরা কেমন আছেন আপনারা
সবাই। আপনি যেহেতু পোস্ট টি পড়ছেন সেহেতু আমি ধরেই নিলাম আপনি ভালো আছেন।
আজকে আমি বলতে চলেছি, কিভাবে
আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করবেন। তার আগে বলে নেই কেনো আপনি আপনার চ্যানেলের
সাবস্ক্রাইব হাইড করবেন?
· প্রথমত চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সেহেতু সাবস্ক্রাইব থাকবে না। আর ভিজিটর রা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে চায় না। তাই চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করলে, সাবস্ক্রাইব পাওয়ার সুযোগ বেড়ে যায়।
এবার আশা করি বুঝতে পেরেছেন।আমরা
যেহেতো দুইটা ডিভাইস ব্যবহার করে থাকি তারজন্য
আমরা কম্পিউটার দিয়ে কিভাবে
চ্যানেল হাইড করবেন সেটাই দেখাবো এরপর মোবাইল
ডিভাইস দিয়ে
১। প্রথমে কোনো ব্রাউজার
দিয়ে ইউটিউব খুলে নিবেন নিচের মত করে
২। এরপর আপনার একাউন্ট ওপেন করবেন। একাউন্ট ওপেন করার জন্য আপনার জিমেইলের প্রোফাইলে চাপুন। তারপর হলুদ কালার মার্ক করা (youtube studio) অপশনে চাপুন।
৩।এবার হলুদ কালার মার্ক করা সেটিংস আইকনটি তে চাপুন।
৪।
৫।
৬।
৭। এবার দেখতেই পাওরছেন নিচের ছবিতে, টিক টি উঠিয়ে দিয়েছি। ঠিক একই ভাবে আপনিও উঠিয়ে দিবেন।
৮।এবার নিচের (save )বোতামটি তে চাপুন এবং সম্পর্ণ কার্যটি পূর্ন হলো
আশা করি আপনার পুরো প্রসেস টা করতে পেরেছেন। আর কোথাও বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
এবার দেখবো মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে, চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করবেন।
মোবাইলে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করার জন্য। শুধু মাত্র আপনার ব্রাউজারের সেটিংস থেকে (Desktop mode) করে নিবেন তারপর কম্পিউটারের মত করে একই নিয়মে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করতে পারবেন।
আর যদি করতে না পারেন তো কমেন্ট করে বলুন। তার জন্য আলাদা একটি পোস্ট লিখবো।
আর অবশ্যই জানাবেন পোস্টটি আপনার কেমন লাগলো।
ধন্যবাদ
0 মন্তব্যসমূহ